নিউজনেস্ট

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ছবি: সংগৃহীত

গতকাল ৯ই নভেম্বর শনিবার রাতে নারায়ণগঞ্জে বাস ভাড়া পুননির্ধারণ এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এক মশাল মিছিল কর্মসূচি পালন করেছে। গতকাল সন্ধ্যায় সংগঠনটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে ২ নম্বর রেলগেট হয়ে কালিরবাজারে গিয়ে এটি শেষ করে ।

মিছিলের বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি দাবি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা করার দাবী জানান। এছাড়া নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ, পানাম ও তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্যও হাফ ভাড়া কার্যকর করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং বেসরকারি এসি বাসের ভাড়া ৬৫ টাকা নির্ধারণ করা উচিত। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের পরিবহন খাতে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের কারণে পরিবহন খাতে চাঁদাবাজি এবং মাফিয়া সিন্ডিকেটের প্রভাব রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছেন।

উল্লেখ্য, মিছিলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতাকর্মীসহ অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল এবং কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত