ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ এনে চ্যানেলটির কনটেন্ট বাংলাদেশে নিষিদ্ধ ও ব্লক করার দাবি জানানো হয়েছে।
আজ রোববার ১০ই নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বরাবর এই আইনি নোটিশটি পাঠান।
আইনি নোটিশে বলা হয়, ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘রিপাবলিক বাংলা’, তাদের চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচারিত সংবাদ ও কনটেন্টে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করে আসছে। যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষত সাম্প্রদায়িকতার মিথ্যা অভিযোগ তুলে এই চ্যানেল পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
নোটিশে আরও বলা হয়, এই চ্যানেলটির কার্যকলাপ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। তাই দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা সুরক্ষার স্বার্থে রিপাবলিক বাংলার সকল ধরনের সম্প্রচার এবং কনটেন্ট নিষিদ্ধ করা জরুরি।
আইনি নোটিশে অন্তর্বর্তী সরকারকে তিন দিনের মধ্যে রিপাবলিক বাংলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করার কথা জানানো হয়।
উল্লেখ্য, রিপাবলিক বাংলা চ্যানেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ ওঠে। তবে বাংলাদেশে সম্প্রচার নিষেধাজ্ঞার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এই আইনি প্রচেষ্টা এবারই প্রথম।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link