প্রিমিয়ার লিগের গত মৌসুম থেকে দারুণ ফর্মে থাকা অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। অ্যানফিল্ডে নুনেজ এবং সালাহর গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে অলরেডরা।
ম্যাচের ২০ মিনিটে সালাহ কাউন্টার অ্যাটাকে গেলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার বেইলির ট্যাকেলে মাটিতে পড়ে যায়। ততক্ষণে অবশ্য বল নুনেজের কাছে পাস দেওয়া শেষ। নুনেজ বুদ্ধিমত্তার সাথে বলটাকে জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় অলরেডরা। তারপর আরও কয়েকবার অ্যাটাকে গেলেও গোলের দেখা পায়নি তারা। শেষমেশ ম্যাচের ৮৪ মিনিটে সালাহ আবারও কাউন্টার অ্যাটাকে গিয়ে সুন্দর এক ফিনিশিংয়ে গোল করে। তারপর ২-০ তেই খেলা শেষ হয়। এক গোল এবং এক এসিস্ট করে ম্যাচসেরা হয় ইজিপশিয়ান কিং মোহামেদ সালাহ।
এদিকে ব্রাইটনের কাছে হেরে গিয়ে ম্যানসিটিও পয়েন্ট হারিয়ে বসে। যার ফলে পয়েন্ট টেবিলে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় লিভারপুল। পাঁচ পয়েন্ট ক্লিয়ার করে এখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে এখন অলরেডরা।