নিউজনেস্ট

তবে কি রিয়াল ছাড়ছেন ভিনি

ভিনিশিয়াস জুনিয়র
ভিনিশিয়াস জুনিয়র। ছবি: ফেসবুক

একদিকে কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদের সেন্টার ফরোয়ার্ড হিসেবে আছেন নিজের ছায়া হয়ে। অন্যদিকে লেফট উইংয়ে রীতিমতো আগুন ঝরাচ্ছেন ভিনিশিয়াস জুনিয়র। এবার লা-লিগায় ওসাসুনার বিপক্ষে ভিনি পেয়েছেন হ্যাটট্রিক। আর তাতে ভর করেই বার্নাব্যুতে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঠিক এমন সময়ে স্প্যানিশ সংবাদমাধ্যম যা জানিয়েছে, তা সত্যি হলে রিয়ালের সুখের সংসারে আগুন লাগতে পারে যেকোনো সময়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর—সেন্টার ফরোয়ার্ড হিসেবে এমবাপ্পের গোল-খরা। এভাবে চললে মাদ্রিদ নাকি ভবিষ্যতে ভিনির বদলে এমবাপ্পেকেই উইংয়ে খেলাতে চায়। শুধু তাই না, তাদের পুরো স্পোর্টিং প্রজেক্ট নাকি এমবাপ্পেকে ঘিরেই করা। যেখানে কোনো জায়গা নেই ভিনিশিয়াসের। এইতো ক’দিন আগেই করিম বেনজেমা বলেছিলেন, এমবাপ্পে উইংয়ে যতটা ভালো খেলে সেন্টার ফরোয়ার্ড হিসেবে ততটা সে ভালো না। কিন্তু মাদ্রিদের লেফট উইংয়ে ভিনি ব্যবধান গড়া পারফরম্যান্স করায় তাকে সরানো এই মুহূর্তে সম্ভব না। তাই এমবাপ্পেকেই তার নতুন পজিশনে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক এই মাদ্রিদ তারকা।

বেনজেমার কথা পুরনো না হতেই এমন সংবাদ নিশ্চিতভাবেই অস্বস্তি তৈরি করবে রিয়ালের অন্দরমহলে। ফর্ম আর ইমপ্যাক্ট বিবেচনা করলে ভিনিশিয়াস বর্তমান বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন। ছিলেন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। ২০২৪-২৫ সিজনে লা-লিগায় ১২ ম্যাচ খেলে ইতোমধ্যেই করে ফেলেছেন ৮ গোল আর ৪ এসিস্ট। ৬ গোল আর ১ এসিস্টে তার পেছনেই আছেন এমবাপ্পে।

এতোটা দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও লেফট উইংয়ে খেলার সুযোগ হারালে, সাথে এমবাপ্পেকে ঘিরে রিয়ালের পরিকল্পনা সাজানোর খবর সত্যি হলে অসম্মানিত বোধ করতেই পারেন ভিনি। আর তাতে রিয়ালে নিজের ভবিষ্যত নিয়ে নতুন করে ভাবলে সেটা কতটুকুই বা দোষের হবে? তার যে ফর্ম আর বয়স, তাতে বিশ্বের সেরা ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে দেরি করবে না একমুহূর্তও। যদিও রিয়ালে ভিনির রিলিজ-ক্লজ এক বিলিয়ন ডলারেরও বেশি। তাই এতো টাকা দিয়ে তাকে দলে ভেড়ানোর রেসে সৌদি ক্লাবগুলোই থাকবে বেশ এগিয়ে। তবে ভিনি ক্লাব ছাড়তে চাইলে রিয়াল হয়তো কমিয়েই দিবে তার এই আকাশচুম্বী রিলিজ-ক্লজ। সেক্ষেত্রে কোনো ইংলিশ ক্লাবেও পাড়ি জমাতে পারেন এই ফুটবলার।

অন্যদিকে আরও গুঞ্জন উঠেছে, রিয়ালের এই সিজনের শুরুটা মনমতো না হওয়ায় যেকোনো মুহুর্তে রিয়াল নাকি বরখাস্ত করতে পারে কার্লো আনচেলত্তিকে। সবমিলিয়ে একটা চাপা অস্থিরতা যেন বিরাজ করছে রিয়াল অন্দরমহলে।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত