নিউজনেস্ট

উপদেষ্টা পরিষদে আবারো রদবদল, নতুন অন্তর্ভুক্তি ৪ উপদেষ্টার

উপদেষ্টা পরিষদে আবারো রদবদল, নতুন অন্তর্ভুক্তি ৪ উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা বশিরুদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী (ডানে)। ছবি: সংগৃহীত

সম্প্রতি পুনর্বণ্টন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দপ্তর, এই পুনঃবিন্যাসের মাধ্যমে নবনিযুক্ত উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন এবং পুরনো উপদেষ্টাদের দায়িত্বে কিছু পরিবর্তন আনা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করা হয়।

নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরোওয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে এই দায়িত্ব পালন করছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরিবর্তনের ফলে ড. নজরুলের দায়িত্ব এখন কেবল আইন বিষয়েই সীমাবদ্ধ থাকছে।

সাংবাদিক ও অর্থনীতিবিদ শেখ বশির উদ্দিনকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের আরেক নতুন সদস্য, সমন্বয়ক মাহফুজ আলম এখনও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি বলে জানা গেছে।

এছাড়া উপদেষ্টা হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এর বাইরে উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, যা তাকে এ সরকারের খাদ্যনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ এনে দেবে।

উল্লেখ্য, উপদেষ্টা পরিষদের এই নতুন দপ্তর পুনর্বণ্টনের মাধ্যমে সরকারের অন্তর্বর্তী কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত