সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় সময় গত ৩১শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত এই অভিযানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন প্রবাসীদের আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আটক করে।
এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১১,৫২৩ জন আবাসন, ৫,৭১১ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩,৫৪৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। তবে যারা আটক হয়েছেন তাদের মধ্যে বেশির ভাগই ইয়েমেন এবং ইথিওপিয়া থেকে আসা।
এদিকে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ অবৈধ পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ১৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে ২০ হাজার ৩৬৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে দেশটির কতৃপক্ষ।
এদিকে আটক প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। ইতোমধ্যে ৯,২৫৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে।
উল্লেখ্য, সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানার মত কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনী দেশের নাগরিকদের এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র: গালফ নিউজ