আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ডাকা গণজমায়েত থেকে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ রবিবার ১০ ই নভেম্বর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগকে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বক্তারা দেশের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ ১৬ বছরের ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরা উচিত। এ লক্ষ্যে সত্যিকার সুশীল সমাজকে এগিয়ে এসে এই আন্দোলনকে সহযোগিতা করার আহ্বান জানান আহ্বায়ক সারজিস আলম ।
এদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের অপরাপর বক্তব্যে বিভিন্ন নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। এছাড়া আহ্বায়ক উমামা ফাতেমা বলেন, ‘এই ফ্যাসিবাদের বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।’
গণজমায়েতে ছাত্র নেতারা আরও জানান, বাংলাদেশে সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান অব্যাহত রাখবেন এবং ৭২-এর সংবিধান বাতিলের জন্য চেষ্টা অব্যাহত রাখবেন।