নিউজনেস্ট

পুলিশের বিভিন্ন ইউনিটে শীর্ষ ২৮ পদে রদবদল

সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: পুলিশ
বাংলাদেশ পুলিশ লোগো। ছবি: নিউজনেস্ট

দেশের পুলিশ বাহিনীতে পদোন্নতির পাশাপাশি রদবদলের অংশ হিসেবে ২৮জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১২ই নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ২৫জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও তিনজন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কার্যক্রমে গতি আনা এবং বিভিন্ন অঞ্চলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।  

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বে সদ্য নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের রদবদল বাহিনীর মধ্যে সমন্বয়, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেয়।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত