নিউজনেস্ট

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে ফ্যামিলি রান-২০২৪ কিট এক্সপো

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে ফ্যামিলি রান-২০২৪ কিট এক্সপো
কিট এক্সপো ব্যানার। ছবি: ইন্সপায়ারিং বাংলাদেশ

ঢাকার একটি অভিজাত পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যামিলি রান ‘ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান-২০২৪’ এর কিট এক্সপো। গতকাল ১২ই নভেম্বর দুপুর দুইটা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ‘আকুয়াডেক সুইমিংপুল’ এরিয়ায় শুরু হয়েছে এই অনুষ্ঠানটি। এবং তা চলবে আজ রাত সাড়ে আটটা পর্যন্ত।

গতকাল দুপুরে ফ্যামিলি রান ২০২৪ এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ফুড এন্ড বেভারেজের পরিচালক অলিভিয়ার এবং ইন্সপায়ারিং বাংলাদেশ ও ফিটনেশনের ফাউন্ডার ইমরান ফাহাদ। ছবি: ইন্সপায়ারিং বাংলাদেশ

এই কিট এক্সপোতে অংশগ্রহণকারীরা তাদের কিটব্যাগ সংগ্রহ করতে পারবেন। যার মধ্যে থাকবে ইভেন্টের অফিশিয়াল জার্সি, বিব নম্বর এবং আরও কিছু গিফট আইটেম। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের আইকনিক লবি এবং আকুয়াডেক সুইমিংপুলও ঘুরে দেখতে পারবেন।

আগামি ১৫ই নভেম্বর রোজ শুক্রবার ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যামিলি রান। ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠানটি। সাড়ে সাত কিলোমিটার দূরত্বের দৌড়ে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের বিভিন্ন বয়সী রানাররা।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা এবং একসাথে আনন্দমুখর কিছু সময় কাটানো। ‘ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান-২০২৪’ এমন একটি উদ্যোগ, যা সমাজে পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক।

আবু বকর সিদ্দিক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত