নিউজনেস্ট

লেবানন তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি

লেবানন তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি
বাংলাদেশি নাগরিকদেরকে চার্টার্ড বিমানে ফেরত আনার পর বাংলাদেশের বিমানবন্দরে। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার ভোরে ১৪৩ জন বাংলাদেশি নাগরিককে চার্টার্ড বিমানে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। সরকারি খরচে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পূর্ণ সম্ভব হয়েছে।

একই দিন ভোরে তিউনিশিয়া থেকেও ১৮জন বাংলাদেশি অনিয়মিত অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। এসব নাগরিকদের বাংলাদেশে ফেরার সময় বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় এবং আইওএম থেকে অর্থ সহায়তা, খাবার ও প্রয়োজনে চিকিৎসা সেবা দেওয়া হয়।

উল্লেখ্য, ফেরত আসা অধিকাংশ প্রবাসীই ইউরোপে যাওয়ার লক্ষ্যে মানবপাচারের শিকার হয়ে লিবিয়া পৌঁছান এবং সেখানে নানা নির্যাতনের সম্মুখীন হন। পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরত আসা প্রবাসীদেরকে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত