নিউজনেস্ট

৫ই মের শহিদ বুয়েট শিক্ষার্থী রেহানের নামে অনুষ্ঠিত হবে শোকসভা

৫ই মে শাপলা চত্বরের শহিদ বুয়েটের সিএসই নবম ব্যাচের শিক্ষার্থী রেহান আহসান। ছবি; সামাজিক যোগাযোগামাধ্যম

আগামী ২৩শে নভেম্বর ২০২৪ শনিবার বাদ মাগরিব সিএসই ০৯ ব্যাচের শহিদ রেহান আহসানের (০৯০৫০৩৮) স্মরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই ডিপার্টমেন্টের আইএসি সেমিনার রুমে একটি শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে সিএসই ০৯ ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে লিখেন,
‘২০১৩ সালের ৫ই মে রাতে শাপলা চত্বরের গণহত্যায় রেহানকে গুলি করে হত্যা করা হয়। নির্মম হত্যাকাণ্ডের সময় রেহান বুয়েটের সিএসই ডিপার্টমেন্টে লেভেল ৩, টার্ম-১ এ অধ্যয়নরত ছিল। মানবাধিকার সংস্থা অধিকারের প্রকাশিত নিহতদের তালিকায় ৩৭ নম্বর শহিদ হচ্ছেন রেহান আহসান। কিন্তু সেসময় বুয়েট ক্যাম্পাসে রেহানের জানাজারও অনুমতি দেওয়া হয়নি। পরে হাতিরপুলে জানাজার পর রেহানকে তার জন্মস্থান নওগাঁয় নিয়ে দাফন করা হয়। সাবেক স্বৈরশাসনে তৎকালীন পরিস্থিতিতে বুয়েটে রেহানের নামে কোনো শোকসভা বা দোয়া আয়োজন করা রেহানের সহপাঠী বা শিক্ষকদের পক্ষে সম্ভব হয়নি। তবে রেহানের সহপাঠী কিংবা শিক্ষকগণ রেহানকে কিংবা রেহানের প্রতি ঘটে যাওয়া এই চরম অন্যায়কে ভুলে যায়নি।

সম্প্রতি আমরা সিএসই ০৯ ব্যাচের শিক্ষার্থীরা এ বিষয়ে বুয়েটে সিএসই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। ডিপার্টমেন্টের শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় আমরা দেরিতে হলেও রেহানের জন্য একটি শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করার উদ্যোগ নিয়েছি।

রেহানের একাডেমিক কাগজপত্র এতদিন বুয়েটেই ছিল। স্যারদের সহায়তায় আমরা এখন সেগুলো খুঁজে বের করতে সক্ষম হয়েছি। রেহানের পরিবারকেও এই শোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। রেহানের সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস এদিন (২৩শে নভেম্ববর) তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শোক সভায় সিএসই ডিপার্টমেন্টের প্রধান ড. মুহাম্মাদ ইউনুস আলি এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকগণ উপস্থিত থাকবেন। এছাড়াও সেই কালো রাতে রেহানের সঙ্গী এবং ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজন সহপাঠীও বক্তব্য রাখবেন।

বুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলামনাইদের এই শোকসভায় অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। একই সাথে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সর্বোপরি সবাইকে রেহানের জন্য দোয়া ও তাঁর পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে একাত্মতা প্রকাশের আহ্বান জানাচ্ছি।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত