বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ৩৪ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার ১৬ই নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।