গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায্য অধিকার আদায়ের প্রতীক হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার ১৭ই নভেম্বর মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘মাওলানা ভাসানী অগাধ দেশপ্রেম ও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের জন্য এক অনন্য উদাহরণ। তিনি শোষণ, দমন ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে সমাজে একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা করেছেন, তা যুগ যুগ ধরে আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।’
জাতীয় ইতিহাসে মাওলানা ভাসানীর অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, ‘তিনি ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে নিপীড়িত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আপোসহীন নেতা। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান এবং অসাধারণ নেতৃত্ব আমাদের জাতির জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মওলানা ভাসানীর ভূমিকা অতুলনীয়। তাঁর বজ্রকণ্ঠ অত্যাচারী শাসকদের শাসনদণ্ডে কম্পন সৃষ্টি করত। তিনি জাতির সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছিলেন।’
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক রহমান তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তাঁর আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি।’