চীনের পূর্বাঞ্চলে একটি পেশাগত স্কুলে সংঘটিত এক ভয়াবহ ছুরি হামলায় অন্তত ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উশি শহরের আর্টস অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে।
পুলিশের বরাতে জানা যায়, হামলাকারী ২১ বছর বয়সী এক সাবেক ছাত্র। যিনি ওই প্রতিষ্ঠানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এর কয়েক দিন আগে দক্ষিণ চীনের ঝুহাই শহরে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি বিনোদনকেন্দ্রে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন।
সাম্প্রতিক এই দু’টি ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপ এবং ব্যক্তিগত হতাশার মতো বিষয়গুলো অনেক ক্ষেত্রে এই ধরনের সহিংস ঘটনার কারণ হয়ে উঠছে। সরকারি পর্যায়ে তদন্ত চলছে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।