নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা বৈধ চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১২৫ কোটি ৫১ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৪১ কোটি টাকা (প্রতি ডলার ১১৯.৮৪ টাকা হিসাবে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৭৪ কোটি ৯৭ লাখ ডলার, আর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ডলার।
এদিকে, ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে সবার শীর্ষে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২০ কোটি ৩২ লাখ ডলার, যা টাকায় প্রায় ২,৪৩৬ কোটি। জনতা ব্যাংক ১২ কোটি ৮১ লাখ ডলারে দ্বিতীয় অবস্থানে, এরপর ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক রয়েছে তালিকায়।
উল্লেখ্য, চলতি বছরের বিভিন্ন মাসে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ওঠানামা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে রেমিট্যান্স ছিল ২১১ কোটি ডলার, যা জুনে বেড়ে ২৫৩ কোটি ডলারে পৌঁছায়। তবে সাম্প্রতিক মাসগুলোতে এ প্রবাহে কিছুটা স্থিতিশীলতা এসেছে।
প্রবাসীদের এই আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।