অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এ ভাষণে তিনি পুনর্গঠন, বিচার, মানবাধিকার ও নির্বাচনের প্রতিশ্রুতি দেন।
শহিদদের স্মরণ ও বিচার
প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের শহিদদের স্মরণ করে তাদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি জানান, জুলাই-আগষ্ট বিপ্লবে নিহত ১,৫০০ জন এবং আহত প্রায় ২০,০০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অর্থনীতি ও পুনর্গঠন
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি ও নিত্যপণ্যের দাম কমাতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, চাল আমদানি ও ডিমের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বিদেশি ঋণ শোধে অগ্রগতি এবং রিজার্ভের উন্নয়নের কথা তিনি উল্লেখ করেন।
নির্বাচন ও সংস্কার
নির্বাচন কমিশন গঠন ও অবাধ নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আইন-শৃঙ্খলা ও মানবাধিকার
ফ্যাসিবাদী সরকারের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি জানান, তাদের দায়িত্বে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। পাশাপাশি গুম ও হত্যার তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা এবং গুমবিরোধী সনদে সাক্ষর করার কথাও তিনি জানান।
শ্রমিক অসন্তোষ নিরসন
গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সমঝোতায় সরকারের ভূমিকা তুলে ধরে তিনি জানান, ১৮ দফা চুক্তির মাধ্যমে শ্রমিক অসন্তোষ দূর করা সম্ভব হয়েছে। এতে রপ্তানিতে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
ড. ইউনূস জনগণকে ধৈর্য ধরে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটি স্থিতিশীল ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলছে বলে জনগণকে সতর্ক করেন প্রফেসর ড. ইউনূস।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link