ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্মচারী ও নৈশপ্রহরীদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল রোববার ১৭ই নভেম্বর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলা এ উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপহার বিতরণ করা হয়।
শাখার সভাপতি সাদিক কায়েম জানান, শীতে নৈশপ্রহরীদের কষ্ট কিছুটা লাঘব করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এ ধরনের উদ্যোগ নিয়মিত থাকবে, যাতে ক্যাম্পাসের অংশীজনদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যারা কর্মচারীদের সন্তানের শিক্ষায় সহযোগিতার আশ্বাসও দেন।