তুরস্কের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়ে ব্যর্থ হলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। নিরাপত্তাজনিত কারণে তুরস্ক এ আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল রোববার ১৭ই নভেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রেসিডেন্ট হারজোগ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন। তবে আঙ্কারা তার অনুরোধ নাকচ করায় তিনি সফরটি বাতিল করেন। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, গাজায় চলমান সংঘর্ষ এবং তুরস্কের কড়া সমালোচনার পর থেকেই আঙ্কারা ও তেলআবিবের সম্পর্ক তীব্র সংকটের মুখে। গাজায় হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করেছে।

তুরস্কের এই সিদ্ধান্ত তার শক্ত অবস্থান এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির কৌশলকেই তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *