নিউজনেস্ট

এবার আলুর দামে বজ্রাঘাত, প্রতি কেজি ৪২০ টাকা!

এবার আলুর দামে বজ্রাঘাত, প্রতি কেজি ৪২০ টাকা!
এবার আলুর দামে বজ্রাঘাত, প্রতি কেজি ৪২০ টাকা! ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসব শেষ হলেও নতুন আলুর বাজারে দাম কমেনি। গতকাল সোমবার ১৮ই নভেম্বর শিবগঞ্জের বিভিন্ন হাটে নতুন আলু বিক্রি হয়েছে কেজি প্রতি ৪২০ টাকায়। আগের দিন এই দাম ছিল ৩০০-৪০০ টাকার মধ্যে।

শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে নতুন আলুর পাইকারি দাম ছিল ৩৮০ টাকা কেজি। খুচরা বাজারে তা আরও বেড়ে ৪২০ টাকায় বিক্রি হয়। বিক্রেতারা জানান, সরবরাহ কম থাকায় দাম বেশি রাখা হচ্ছে।

কৃষকরা জানান, এখনও পুরোপুরি আলু তোলা শুরু হয়নি। ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকেও কিছু আলু আসছে, তবে চাহিদার তুলনায় তা কম। বগুড়া কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলুর ভরা মৌসুম শুরু হবে ডিসেম্বরের শেষ থেকে। এ বছর জেলায় ৪০ হাজার ৫০০ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ বাড়লে দাম কমতে পারে, তবে আগাম আলুর এই উচ্চ দাম ভোক্তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত