আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপির অবস্থানকে উপেক্ষা করা হবে না।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি ইতিমধ্যেই ঘোষণা করেছে, সব রাজনৈতিক দল নির্বাচন করবে। আমরা একটি বড় রাজনৈতিক দলের মতামতকে অগ্রাহ্য করব না।
আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান জানতে চাইলে ড. ইউনূস বলেন, আমি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না। বরং রাজনীতিকদের চাওয়া বাস্তবায়নে কাজ করছি।
সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মন্তব্য করেন। হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার বক্তব্য জনগণকে বিক্ষোভে উৎসাহিত করছে, যা সমস্যার সৃষ্টি করছে।
ভারতে হাসিনার অবস্থান প্রসঙ্গে তাকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে ড. ইউনূস বলেন, আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যেই আছি। তবে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইনি। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ইস্যুতে ভারত যদি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন ড. ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্প বাংলাদেশের বাস্তবতা জানলে তার অবস্থান পরিবর্তন করবেন।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link