পূর্বঘোষিত ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জেয়াফত’ কর্মসূচির অংশ হিশেবে আজ ২২ নভেম্বর (শুক্রবার) ডেইলি স্টারের কার্যালয় ৬৪-৬৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫ এর সামনে জুমার নামাজ আদায় করে বিক্ষুব্ধ জনতা।
জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেন কাউন্সিল এগেইন্স্ট ইনজাস্টিস (সিএআই) এর আহবায়ক মাওলানা শের মুহাম্মাদ। এতে সাধারণ মুসল্লিসহ অনেক বিক্ষুব্ধ জনতা অংশ নেন।
এর আগে গতকাল ২১ নভেম্বর (বৃহস্পতিবার) প্রথম আলোর কারওয়ান বাজারস্থ কার্যালয় প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এর সামনে মাগরিবের নামাজ আদায় করে বিক্ষোভকারীরা।
এতে ইমামতির পরে সিএআইয়ের আহবায়ক মাওলানা শের মুহাম্মাদ ঘোষণা করেন, ‘মাগরিবের সালাত ‘প্রথম ইসলামের বিরূদ্ধে আলো’র দোরগড়ায়। এর সকল অন্ধকার দূর করার ইবতিদায়ি প্রদক্ষেপ। আমরা শুনলাম প্রথম আলোর সকল টয়লেট কিবলামুখি করে বানানো হয়েছে। ব্যাপারটার সত্যতা যাচাই হওয়া প্রয়োজন। আগামীকাল জুম’আর সালাত ডেইলিস্টারের দোরগড়ায় ইনশাআল্লাহ্। দাওয়াত থাকলো গণ-জুমআর, দাওয়াত থাকলো মহা-স্বাদের দেশী গরুর জিয়াফতের।’
সেই কর্মসূচির অংশ হিশেবে তারা আজ ডেইলি স্টারের সামনে জুমা আদায় করেন। মূলত প্রথম আলো ও ডেইলি স্টারের বিতর্কিত কর্মকাণ্ড, পতিত রেজিমের লেজুড়বৃত্তি, ভারতীয় আগ্রাসনের অঘোষিত স্টেক হোল্ডার হিশেবে কাজ করা, জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য দেশপ্রেমিক আলিম ও নাগরিকদের গুম-খুনের পেছনের কারিগর, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, অর্থপাচার সহ আওয়ামী রেজিমের অসংখ্য দেশ বিরোধী কার্যক্রমকে স্বীকৃতি দেয়া প্রতিষ্ঠান হিশেবে খ্যাত প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ২১ নভেম্বর ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জেয়াফত’ কর্মসূচি ঘোষণা করা হয়। জেয়াফত কর্মসূচির অংশ হিশেবে গরু জবাইয়ের ঘোষণা দেয়া হয় এতে।