নিউজনেস্ট

নেতানিয়াহুর পক্ষে আর্জেন্টিনার অবস্থান

নেতানিয়াহুর পক্ষে আর্জেন্টিনার অবস্থান
নেতানিয়াহুর পক্ষে আর্জেন্টিনার অবস্থান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে। আইসিসির এই সিদ্ধান্তের পর ইউরোপের কয়েকটি দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও আর্জেন্টিনা নেতানিয়াহুর পক্ষে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই আইসিসির রায়কে “ইসরায়েলের আত্মরক্ষার বৈধ অধিকারকে উপেক্ষা” হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, আর্জেন্টিনা সবসময় ইসরায়েলের পাশে থাকবে।

মিলেই ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েলের প্রতি তার সমর্থন জোরদার করেছেন এবং জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনায় ইহুদিদের সংখ্যা লাতিন আমেরিকায় সর্বাধিক।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত