নিউজনেস্ট

নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান
সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আজ (২৩ নভেম্বর) জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়বে। দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন।’

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করলে জনগণ সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে পারবে। বিএনপি দেশের উন্নয়নে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, যা ধারাবাহিক প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র চলছে, যা শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সমাধান করা সম্ভব।’

সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ দমন-পীড়নের মাধ্যমে স্বৈরাচারে পরিণত হয়েছিল এবং জনগণের রোষের মুখে পালিয়েছে। তিনি বলেন, ‘সংস্কার কার্যকর করতে জনগণের সমর্থন প্রয়োজন, যা কেবল নির্বাচিত সরকারই করতে পারে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ১৪ বছর পর আয়োজিত এই সম্মেলনে প্রায় ১৩ হাজার ডেলিগেট ও ৮০৮ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত