২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে চালানো ফ্যাসিস্ট হাসিনার নৃশংস গণহত্যায় শহিদ হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র রেহান আহসানকে স্মরণ করে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুয়েট সিএসই ২০০৯ ব্যাচের উদ্যোগে ২৩ নভেম্বর ২০২৪ তারিখে সিএসই বিভাগের IAC সেমিনার রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আল আমিন সিদ্দিক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইউনুস আলী, এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। রেহানের মা ইফফাত আরা বেগম এবং বোন ফারিয়া সরণিও এই আয়োজনে অংশগ্রহণ করেন।
সভায় রেহানের বন্ধু মো. তানভীর উল ইসলাম ৫ই মে ঘটনার বিবরণ তুলে ধরেন। এ সময় সিএসই বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ারও বক্তব্য দেন। বক্তারা রেহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। পরে বুয়েট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রাশেদুর রহমান রেহানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইউনুস আলী রেহানের একাডেমিক ডকুমেন্টগুলো আনুষ্ঠানিকভাবে তার মায়ের হাতে তুলে দেন।
রেহানের স্মৃতি সংরক্ষণে দাবির উত্থাপনশোকসভায় রেহানের স্মৃতিকে সংরক্ষণ করতে এবং তাঁর পরিবারের প্রতি ন্যায্য অধিকার প্রদানের লক্ষ্যে সিএসই ২০০৯ ব্যাচের শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করেন:
১। রেহানের স্মৃতি অম্লান রাখতে সিএসই বিভাগের একটি ফ্যাসিলিটি তাঁর নামে নামকরণ।
২। রেহানের নামে একটি বৃত্তি চালু করার জন্য ডিপার্টমেন্ট ও বুয়েট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা।
৩। রেহানের হত্যাকাণ্ডের জন্য মামলা দায়ের করে তার পরিচালন ব্যয় বহনে বুয়েট কর্তৃপক্ষের আর্থিক সহযোগিতা।
৪। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলে বুয়েট কর্তৃপক্ষকে তার প্রতি দায়িত্বশীল আচরণ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার।
এ ধরনের নৃশংস ঘটনা থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বুয়েট কর্তৃপক্ষ ও শিক্ষকদের দায়বদ্ধতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা।
এই আয়োজনে রেহানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করে অংশগ্রহণকারীরা তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।