জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা বন্ধের হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন হাজারো চালক। রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানেই তারা রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন, ফলে ওই এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ১১ দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন— ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও রুট পারমিট প্রদান, ড্রাইভিং লাইসেন্স প্রদান, নীতিমালা প্রণয়ন, সড়ক ব্যবস্থাপনায় শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্তি, সার্ভিস লেন নির্মাণ, আটক শ্রমিকদের মুক্তি, চার্জিং স্টেশন নির্মাণ এবং এই যানবাহনকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দেওয়া।

তিনি দাবি করেন, যানজটের মূল কারণ প্রাইভেট গাড়ির আধিক্য ও অপরিকল্পিত নগরায়ণ। অথচ দায় চাপানো হচ্ছে গরিব শ্রমজীবী মানুষের ওপর। সরকার সমস্যার সমাধান না করে গরিবের বাহন বন্ধ করে নতুন সমস্যার সৃষ্টি করছে। তিনি একটি বৈষম্যহীন সমাজ ও সবার জন্য বাসযোগ্য নগরী গড়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *