নিউজনেস্ট

ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

ফেসবুকে শেখ হাসিনার ছবিতে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়ায় ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়ায় ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের একদল কর্মী। রবিবার সকালে জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন ছাত্রদলের তিন কর্মী— মো. হাসান, সিয়াম ও রিয়ান। আহতরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তারা 'হা হা রিঅ্যাক্ট' দেয়ার পর রিয়াদসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী লোহার রড নিয়ে তাদের ওপর আক্রমণ করে। হামলায় সিয়াম জানান, রিয়াদ ও তার সহকর্মীরা তাদের চেপে ধরে মারধর করে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের মতে, ক্ষমতায় না থাকলেও ছাত্রলীগ কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানিয়েছেন, ফেসবুকে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়ার বিষয়টি নিয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি সদস্যরা।
মারধরের শিকার এক ছাত্রদল সমর্থক। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের একদল কর্মী। রবিবার সকালে জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন ছাত্রদলের তিন কর্মী— মো. হাসান, সিয়াম ও রিয়ান।

আহতরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তারা ‘হা হা রিঅ্যাক্ট’ দেয়ার পর রিয়াদসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী লোহার রড নিয়ে তাদের ওপর আক্রমণ করে। হামলায় সিয়াম জানান, রিয়াদ ও তার সহকর্মীরা তাদের চেপে ধরে মারধর করে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের মতে, ক্ষমতায় না থাকলেও ছাত্রলীগ কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানিয়েছেন, ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ার বিষয়টি নিয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি সদস্যরা।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত