টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে নতুন উদ্যোগ হিসেবে সরকারের পরিকল্পনায় ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্ব অন্তর্ভুক্ত হচ্ছে। এই তত্ত্বের মাধ্যমে এসডিজির লক্ষ্যগুলোকে আরও কার্যকরভাবে অর্জন সম্ভব হবে, দাবি করছে সরকারের নীতি-নির্ধারকরা।
‘থ্রি জিরো তত্ত্ব’ তিনটি মূল লক্ষ্য নিয়ে গঠিত: জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নিঃসরণ, যা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি কার্যকরী মডেল হিসেবে পরিচিত। এই তত্ত্বের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার প্রেরণা দেওয়া এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সরকারি ও বেসরকারি পর্যায়ে এ তত্ত্বের কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা চলছে, তবে কোনো চাপ প্রয়োগ না করে এটি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে বলা হয়েছে।
সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে ড. ইউনূস তার ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন করে এক নতুন সভ্যতার ধারণা তুলে ধরেন, যেখানে এই তত্ত্ব অনুসরণ করে একটি বাসযোগ্য, দুশ্চিন্তামুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব।
এছাড়াও, ‘থ্রি জিরো ক্লাব’-এর মাধ্যমে বিশ্বের প্রায় ৪,৬০০টি ক্লাব এ ধারণার প্রচার করছে, যার বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে।
এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা এবং একটি টেকসই, উন্নত পৃথিবী গড়ে তোলা।