পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই’র সমর্থকরা আজ রোববার রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রা শুরু করেছে। তবে তাদের রাজধানীতে প্রবেশে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। ইসলামাবাদ এক্সপ্রেসওয়েতে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগ করেছেন তারা।
পিটিআই’র দাবি, টাক্সিলার কাছে দলের ভারপ্রাপ্ত নেতা ওমর আইয়ুবের বহরেও হামলা চালানো হয়েছে। ভিডিও পোস্টে দলটি সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে।
ইসলামাবাদের কিছু এলাকায় ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। যদিও ১৪৪ ধারা জারি করা হয়েছে, তবুও পিটিআই নেতারা রাজধানীর ডি-চকে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন। ইমরান খান গত ১৩ নভেম্বর ২৪ নভেম্বরের জন্য এই ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
সূত্র : দ্য ডন