তারিখ প্রদর্শন

গ্রিসে নৌকাডুবিতে ছয় শিশুসহ আট অভিবাসীর মৃত্যু

গ্রিসে নৌকাডুবি: ছয় শিশুসহ আট অভিবাসীর মৃত্যু
গ্রিসে নৌকাডুবি: ছয় শিশুসহ আট অভিবাসীর মৃত্যু। ছবি : সংগৃহীত

গ্রিসের সামো দ্বীপের উপকূলে একটি নৌকাডুবিতে ছয় শিশুসহ আটজন অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার এজিয়ান সাগরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এছাড়া একটি পাথুরে এলাকায় আটকে থাকা তিনজনকেও উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৫০ জন অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে। এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা নিশ্চিত নয়। যাত্রীদের পরিচয় ও জাতীয়তা এখনও জানা যায়নি।

অন্যদিকে, লেসবস দ্বীপে ২৭ জন অভিবাসী তীরে পৌঁছানোর পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গ্রিস দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের একটি প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিপজ্জনক এই যাত্রায় বহু অভিবাসীর প্রাণহানির ঘটনা মানবিক সংকটের মাত্রা বাড়াচ্ছে। ইউরোপীয় অভিবাসন নীতির সংস্কারের প্রয়োজনীয়তা এই ঘটনা আবারও সামনে এনেছে।

আমাদের ফলো করুন