২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড এবং গণহত্যার অভিযোগে ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এই তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তারিক আহমেদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগপত্র জমা দেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে একই ধরনের আরেকটি অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখযোগ্যভাবে অভিযোগপত্রে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিমসহ আরও কয়েকজন রাজনীতিবিদ এবং প্রশাসনিক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, এবং গণমাধ্যমের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
হেফাজতের পক্ষ থেকে এই অভিযোগে উল্লিখিতদের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার দাবি করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link