নিউজনেস্ট

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি, উদ্ধার হয়নি ৯৬ ঘণ্টা পরও

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি, উদ্ধার হয়নি ৯৬ ঘণ্টা পরও
গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি, উদ্ধার হয়নি ৯৬ ঘণ্টা পরও। ছবি : সংগৃহীত

রাজধানীর কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দাপ্তরিক গাড়ি চুরি হয়েছে। সাদা রঙের টয়োটা প্রিমিও-১৭ মডেলের এই গাড়িটি গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গুলশান-২, রোড নং-৯৬-এর একটি সড়ক থেকে হারিয়ে যায়।

ঘটনার পরদিন গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ২২/২৪-১১-২৪), যা পেনাল কোডের ৩৭৯ ধারায় নথিভুক্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং অপরাধীদের শনাক্ত করতে অগ্রগতি হয়েছে। তিনি আশাবাদী, দ্রুত সময়ের মধ্যে গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।

গাড়ির তত্ত্বাবধায়ক ও মামলার বাদী শাহাদাত হোসেন জানান, গাড়িটি গুলশানের একটি সড়কে পার্ক করা ছিল। ড্রাইভার ওয়াসিম নলী প্রকৃতির ডাকে সাড়া দিতে সাময়িক দূরে যান। ফিরে এসে দেখেন গাড়িটি আর নেই। আশপাশে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তিনি গাড়ির তত্ত্বাবধায়ককে বিষয়টি জানান। পরে এজাহার দাখিল করতে খানিক বিলম্ব হয়।

গাড়িটির চেসিস নম্বর NZT২৬০-৩১৯৯৪২৫ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-৪২-৯১৪৮। চুরির সময় গাড়িটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো ও সরকারি স্টিকারযুক্ত ছিল। পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এখনো আটক করতে পারেনি। তদন্ত চলছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত