নিউজনেস্ট

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সব আসামির সাজা বাতিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সব আসামির সাজা বাতিল
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সব আসামির সাজা বাতিল। ছবি : সংগৃহীত

হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন। একই সঙ্গে মামলার বাকি দুই আসামি—জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খানের সাজাও বাতিল করা হয়েছে।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন। রায়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

২০১১ সালে তেজগাঁও থানায় দুদক জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলা করে। ২০১৮ সালে বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।

এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। গত ২০ নভেম্বর আপিল শুনানি হয়। দুদকের পক্ষে আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার উপস্থিত ছিলেন। ৩ নভেম্বর নিজ খরচে পেপারবুক তৈরির আবেদন মঞ্জুর হওয়ার পরই আপিল কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, খালেদা জিয়া আগেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত