নিউজনেস্ট

ট্রাক চাপা দিয়ে সারজিস-হাসনাতকে হত্যার চেষ্টা

দুর্ঘটনায় হাসনাত-সারজিসের গাড়িবহর: পরিকল্পিত হামলার অভিযোগ
দুর্ঘটনায় হাসনাত-সারজিসের গাড়িবহর। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়ি বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। ঘটনাটি নিছক দুর্ঘটনা না পরিকল্পিত হামলা, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

আজ সন্ধ্যায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের গাড়িবহরের একটি গাড়িকে পেছন থেকে ট্রাক চাপা দেয়। অভিযোগ উঠেছে, এটি ছিল তাঁদের হত্যার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা।

এ সময় তাঁদের সঙ্গীরা মোটরসাইকেলে করে ট্রাকটি থামানোর চেষ্টা করলে, ট্রাকটি তাদেরও চাপা দেওয়ার চেষ্টা করে। আল্লাহর অশেষ কৃপায় দুই নেতা ও তাঁদের সঙ্গীরা প্রাণে রক্ষা পান। তবে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন। তবে এটি পরিকল্পিত হামলা কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

নেতাদের সমর্থকদের দাবি, হাসনাত ও সারজিস বৈষম্যবিরোধী আন্দোলনে সবচেয়ে সরব ও স্পষ্টবাদী মুখ। তাঁদের ওপর হামলার চেষ্টা হতে পারে এমন একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই ঘটনায় সমর্থকরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাটি তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও দুই নেতার অক্ষত থাকা তাঁদের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত