মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইলিশ রপ্তানির পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, রমজান সামনে রেখে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন বাড়ানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে।
গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের কাছে ইলিশ পাঠানোর সম্ভাব্যতা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকায় স্বল্প পরিসরে ইলিশ রপ্তানি করা হলেও এবার নতুন করে মধ্যপ্রাচ্যের বাজার ধরার চেষ্টা চলছে।
এ বছর ইলিশের উৎপাদন কম হওয়ার কারণ হিসেবে আবহাওয়াজনিত সমস্যার পাশাপাশি ভারতীয় ট্রলারগুলোর অবৈধ মাছ ধরা উল্লেখ করা হয়। এ বিষয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ কার্যকর ব্যবস্থা নিয়েছে।
বাজারে ইলিশের উচ্চমূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খামারি পর্যায়ে উৎপাদন বাড়িয়ে সরাসরি বাজারে সরবরাহের ব্যবস্থা করা হবে। রমজানে যাতে পণ্যের সরবরাহে কোনো ঘাটতি না হয়, তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link