যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত ৪৮ ঘণ্টায় আঞ্চলিক বিভিন্ন রাজধানীর সঙ্গে যোগাযোগও করেছে তারা।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, সিরিয়ায় হায়াত তাহরির আল-শাম নামে পরিচিত ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ নেতৃত্বে যে হামলা চলছে, তাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
যুক্তরাষ্ট্রের মতে, সিরিয়ার আসাদ সরকারের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানানো এবং রাশিয়া ও ইরানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ফলে তাদের সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
এদিকে, সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট) যাতে পুনরায় মাথাচাড়া দিতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সেনা ও সামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
সূত্র : আনাদোলো এজেন্সি