নিউজনেস্ট

ট্রাম্পকে লক্ষ করে হামাসের হাতে জিম্মি মার্কিন বন্দির ভিডিও বার্তা

ট্রাম্পকে লক্ষ করে হামাসের হাতে জিম্মি মার্কিন বন্দির ভিডিও বার্তা। ছবি : Trt Arabic

শনিবার সন্ধ্যায় হামাসের সামরিক শাখা ‘কাসসাম ব্রিগেড’ এক ইসরায়েলি বন্দীর—যিনি মার্কিন নাগরিক—ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওতে বন্দী আইডান আলেকজান্ডার আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মুক্তির জন্য আলোচনার অনুরোধ জানিয়েছেন।

আইডান আলেকজান্ডার উক্ত ভিডিও বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমি একজন আমেরিকান ইসরায়েলি নাগরিক। বর্তমানে গাজায় বন্দি আছি। আমি সবসময় যুক্তরাষ্ট্রের শক্তিতে বিশ্বাসী ছিলাম। এখন আমি আপনাকে আমার বার্তা পাঠাচ্ছি। দয়া করে আপনার ক্ষমতা ব্যবহার করে আমাদের মুক্তির জন্য আলোচনা করুন।’

তিনি আরও বলেন, ‘এখানে কাটানো প্রতিটি দিন মনে হয় চিরকেলে। আমাদের ব্যথা প্রতিদিন বাড়ছেই ক্রমাগত। দয়া করে জো বাইডেনের মতো ভুল করবেন না। বাইডেনের পাঠানো অস্ত্র ও অবরোধ আমাদের অবস্থা আরও দুর্বিষহ করে তুলছে।’

আলেকজান্ডার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বলেছেন ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে যারা আমাদের জীবিত ফিরিয়ে আনবে।

বস্তুত আপনি আমাদের উপেক্ষা করেছেন।’ তিনি নেতানিয়াহুর প্রতি অভিযোগ তোলেন যে, তিনি তার দেশের নাগরিক ও সেনাদের সুরক্ষার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত