লা লিগায় টানা তিন ম্যাচে জয়বিহীন থাকার পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তার দলের উপর আস্থা রাখার কথা বলেছেন। গতকাল লাস পালমাসের কাছে ১-২ গোলের পরাজয় দলটির জন্য আরও একটি হতাশাজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।
স্যান্ড্রো রামিরেজের গোল দিয়ে লাস পালমাস এগিয়ে গেলে বার্সেলোনার রাফিনহা ৬১তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। তবে মাত্র ছয় মিনিট পরেই ফ্যাবিও সিলভা লাস পালমাসের হয়ে জয়সূচক গোলটি করেন।
এই পরাজয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সাথে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ব্যবধান কমে আসার সুযোগ তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের হাতে এখনও দুই ম্যাচ বেশি আছে এবং তাদের পয়েন্ট ব্যবধান মাত্র চার।বার্সেলোনা ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ম্যাচে জয় পাওয়ার মতো সুযোগ তৈরি করেছিল। দলের প্রত্যাশিত গোল (xG) ছিল ২.৩২, যেখানে লাস পালমাসের ছিল মাত্র ০.৫। তবে ২৮টি শটের মধ্যে মাত্র সাতটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় বার্সা, যা তাদের আক্রমণভাগের অসংগতির প্রমাণ দেয়।
খেলার পর সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিক বলেন, “আমি খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখি। তবে দলগত সংযোগ ছাড়া জয় পাওয়া সম্ভব নয়। আজকের ম্যাচে আমরা সেটা দেখেছি। আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভালো সংযোগ ছিল না।”
ফ্লিক আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার সময়ই বলেছিলাম, কোনো অজুহাত চলবে না। চোট থেকে ফেরা খেলোয়াড়রা হয়তো সেরা ফর্মে নেই, তবে দল হিসেবে খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব। কিন্তু কিছু খেলোয়াড় যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে জিততে পারা কঠিন।”
আগামী এক মাস বার্সেলোনার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। লা লিগায় মায়োর্কা এবং রিয়াল বেটিসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার পর চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ১৫ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে ক্যাম্প ন্যুতে ফিরবে দলটি।
রাফিনহা, যিনি সমতা সূচক গোল করেন, এই ম্যাচে সবচেয়ে বিপজ্জনক ছিলেন। তিনি তিনটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হন এবং পাঁচটি সুযোগ তৈরি করেন। তবে ম্যাচ শেষে তিনি স্পষ্টতই হতাশ ছিলেন। রাফিনহা বলেন, “আমরা ভালো খেলতে পারিনি। কী ভুল করছি তা খুঁজে বের করে উন্নতি করতে হবে। লেভেল কমে যাওয়ায় আমাদের জন্য ম্যাচগুলো কঠিন হয়ে যাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “গোল নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আমি জয়ের জন্য খেলি। আমরা জিততে পারিনি এবং আমি ম্যাচ নিয়ে সন্তুষ্ট নই। তাই বলে আমি রাগান্বিত? হ্যাঁ।”
সূত্র: ফুটমোব
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/
- নিজস্ব প্রতিবেদকhttps://newsnest24.net/author/admin/