বাংলাদেশের বেসরকারি খাতের বিদেশী ঋণ পরিশোধের প্রক্রিয়া গত তিন মাসে ব্যাপক ত্বরান্বিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো প্রকার হস্তক্ষেপ না করেই প্রায় ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ বিলিয়ন ডলার স্বল্পমেয়াদি এবং ৩ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি ঋণ। ফলে, বেসরকারি খাতে বিদেশী ঋণ কমেছে প্রায় ১২১ কোটি ডলার, যা শতকরা হিসাবে ১১ শতাংশেরও বেশি।
উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে বাংলাদেশে বেসরকারি খাতে বিদেশী ঋণ নেওয়ার পরিমাণ ব্যপকহারে বৃদ্ধি পায়। বিশেষ করে বায়ার্স ও সাপ্লাইয়ার্স ক্রেডিটের মাধ্যমে বেশ কিছু ঋণ বিদেশে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। ফলে, ঋণ পরিশোধে চাপ সৃষ্টি হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বৃদ্ধি পায়।
অর্থনীতিবিদরা সেই সময় সতর্ক করে বলেন, যদি ঋণের পরিশোধ ক্ষমতা যাচাই না করা হয় এবং ঋণ নেওয়ার উদ্দেশ্য বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির জন্য না হয়, তবে বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ পড়বে। ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি ডলারের বিনিময় মূল্যও বেড়ে যায়, যা মুদ্রা ঝুঁকি তৈরি করে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচার হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।
২০১৫ সালে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ বেড়ে ৮০০ কোটি ডলার ছুঁয়েছিল, এবং পরবর্তীতে ২৬ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল। এর মধ্যে ১৮ বিলিয়ন ডলার ছিল স্বল্পমেয়াদি ঋণ, যা বেশি সুদের বোঝা তৈরি করেছিল।
তবে, গত কয়েক মাসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি করেছে। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, বৈদেশিক মুদ্রা পাচার কমেছে এবং রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। এসব কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমে এসেছে এবং বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে।
এদিকে, বিগত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বেসরকারি খাতে ঋণের স্থিতি প্রায় ১১ শতাংশ কমেছে, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক চিত্র হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে, প্রায় ২০০ কোটি ডলার স্বল্পমেয়াদি ঋণ এবং ৩০০ কোটি ডলার দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ করা হয়েছে। তবে এসব ঋণ পরিশোধের জন্য রিজার্ভে কোনো হস্তক্ষেপ করা হয়নি।
এভাবে, বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের প্রক্রিয়া কার্যকরভাবে পরিচালিত হয়েছে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link