নিউজনেস্ট

ভারত থেকে বাংলাদেশ অভিমুখে মিছিল

ভারত থেকে বাংলাদেশ অভিমুখে মিছিল
‘জয় শ্রী রাম’ বলে বাংলাদেশিদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা। ছবি : সংগৃহীত

ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। তারা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে তারা সীমান্তের দিকে অগ্রসর হন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, একপর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং করিমগঞ্জের পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হয়।

ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভিডিওতে দেখা গেছে, করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত চেকপোস্টের কাছে বিএসএফ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের সামনে বেশ কয়েকশ মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন। পুলিশের পাশাপাশি বিএসএফ সদস্যরাও তাদের প্রতিহত করতে সক্রিয় ছিলেন।

এই ঘটনায় সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি) সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, এই ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে ঘটেছে।

সীমান্ত এলাকায় এমন তৎপরতা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত