লা লিগায় প্রায় এক মাস পর জয়ের মুখ দেখলো বার্সেলোনা। গতকাল রাতে রিয়াল মায়োর্কার বিপক্ষে তারা ১-৫ গোলের বড় জয় তুলে নেয়। দলটির অধিনায়ক রাফিনহা দুর্দান্ত ফর্মে আছেন। এই ম্যাচেও করেছেন জোড়া গোল। চলতি মৌসুমে এখন তার গোলসংখ্যা ১৬।
এস্তাদি সন মইক্সে ম্যাচের ১২ মিনিটে মায়োর্কার ডিফেন্ডার মার্টিন ভালিয়েন্ট এবং জোহান মাজিকার ভুলের সুযোগে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তোরেস। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মুরিকির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা নিজেদের চেনা রূপে ফিরে আসে। ৫৬ মিনিটে রাফিনহা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এই পেনাল্টির সুযোগ তৈরি করে দেন লামিনে ইয়ামাল, যিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পুরো ম্যাচে।
৭৪ মিনিটে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। এরপর বদলি খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ং এবং পাও ভিক্টর শেষ মুহূর্তে আরও দুটি গোল যোগ করে দলের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা ৪ পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষস্থান মজবুত করেছে। তবে তারা অবশ্য দুই ম্যাচ বেশি খেলেছে। দীর্ঘদিন পর লা লিগায় এমন জয়ে বার্সা সমর্থকেরা বেজায় খুশি।
সূত্র: ফুটমোব