নিউজনেস্ট

ডিএফবি পোকাল থেকে বায়ার্নের বিদায়, চমক দেখাল লেভারকুসেন

ডিএফবি পোকাল থেকে বায়ার্নের বিদায়, চমক দেখাল লেভারকুসেন
গোল করার পর লেভারকুসেনের খেলোয়াড়দের উদযাপন। ছবি: ফুটমোব

ডিএফবি পোকালের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক দলকে বড় ধাক্কা দেয় ম্যানুয়েল নয়ারের ক্যারিয়ারের প্রথম লাল কার্ড।

খেলার ১৭তম মিনিটে বায়ার্ন গোলরক্ষক নয়ার জেরেমি ফ্রিমপংকে বক্সের বাইরে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্ন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। কোমান, লাইমার এবং গোরেৎজকা গোল করার ভালো সুযোগ নষ্ট করেন।

ম্যাচের ৬৯তম মিনিটে লেভারকুসেনের নাথান টেল্লা অ্যালেক্স গ্রিমাল্ডোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের শেষ দিকে মাইকেল ওলিসে এক চমৎকার কার্লিং শটে গোল করার কাছাকাছি পৌঁছালেও লেভারকুসেনের ডিফেন্স তা রুখে দেয়।

এই জয়ের মাধ্যমে কোচ জাবি আলোনসোর দল ডিএফবি পোকালের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত