জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ ভুলে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে কিছু গোষ্ঠী স্বাধীনতা অর্জনের চেতনা মুছে দিতে কাজ করছে। আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা হয়তো অনেকের পছন্দ নয়। তাই বিভিন্নভাবে তা ধামাচাপা দিয়ে আগের ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রে শুধু দেশীয় নয়, বৈশ্বিক প্রভাবও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা আমাদের বিজয়কে মেনে নিতে পারেনি তারা মিথ্যা কল্পকাহিনি তৈরি করছে। তাদের এই প্রচারণার বিরুদ্ধে জাতির সবাইকে এক হতে হবে। কারণ, এটি শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং আমাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন।’
বৈঠকে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা জানানো হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এসব বৈঠকের লক্ষ্য হলো সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলা।