নিউজনেস্ট

নভেম্বরেই রপ্তানি আয় প্রায় ৪১২ কোটি ডলার!

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ পোশাক খাতে বড় সাফল্য
ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ পোশাক খাতে বড় সাফল্য। ছবি: নিউজনেস্ট

গত নভেম্বর মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬৩ শতাংশ বেশি। আজ বুধবার ৪ঠা ডিসেম্বর ইপিবি (রপ্তানি উন্নয়ন ব্যুরো) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয় হয়েছে মোট ১,৯৯০ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১.৭৫ শতাংশ।

নভেম্বরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.২৫ শতাংশ বেশি। একই সময়ে কৃষি খাতের রপ্তানি ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি ১৫.৬ শতাংশ বেড়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।

প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাত থেকে মোট আয় দাঁড়িয়েছে ১,৪৩৪ কোটি ৬৫ লাখ ডলার, যা ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ প্রবৃদ্ধি ধরে রাখতে শিল্প ও কৃষি খাতকে আরও গুরুত্ব দেওয়া হবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত