নিউজনেস্ট

সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান

সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান
সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে তার দল সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সরকার গঠন করতে চায়।

আজ রোববার ৮ই ডিসেম্বর রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিভেদের রাজনীতি করেছে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তারেক রহমান আরও জানান, ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত পল্লী চিকিৎসক নিয়োগসহ সারা দেশে এক লাখ পল্লী চিকিৎসক তৈরি করা হবে। পাশাপাশি স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির কম নয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে বেকারত্ব থাকবে না। পাশাপাশি গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্মারক স্থাপন এবং তাদের পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের আট জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত