বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে চাকরি করতেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিস্ট হাসিনার চাকরি চলে যাওয়ায় নরেন্দ্র মোদি ক্ষুব্ধ হয়েছেন। তিনি আরও বলেন, ভারতের অবস্থান দেখেই বাংলাদেশের কারা শত্রু আর কারা বন্ধু, তা স্পষ্ট হয়ে যায়।
ভারত সরকারকে স্বৈরাচারী শক্তি পুনর্বাসনের জন্য দায়ী করে হাসনাত বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনাসহ গণহত্যাকারীদের সমর্থন দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
সাম্প্রদায়িকতা নিয়ে মোদির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, মোদির হাতে সাম্প্রদায়িকতার রক্ত রয়েছে। তার প্রতিষ্ঠিত মিডিয়া যখন বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে অপপ্রচার চালায়, তখন আন্তর্জাতিক মহলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তুলে ধরে তিনি সংবাদমাধ্যমের প্রতি এ বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আহ্বান জানান।