প্রিমিয়ার লিগে নাটকীয় এক ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৩-৪ ব্যবধানে জয় পেয়েছে চেলসি। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে এনজো মারেস্কার শিষ্যরা। ম্যাচে জোড়া পেনাল্টি গোল করেছেন কোল পামার, যিনি এই জয়ের অন্যতম নায়ক।
গতকাল টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১১ মিনিটেই চেলসির ডিফেন্সে অস্থিরতা দেখা দেয়। মার্ক কুকুরেলার ভুলের সুযোগ কাজে লাগিয়ে টটেনহ্যামের হয়ে প্রথমে গোল করেন ডমিনিক সোলাঙ্কে। এরপর দেজান কুলুসেভস্কির নিখুঁত শটে ২-০ গোলের লিড নেয় স্বাগতিকরা।
তবে চেলসি দ্রুতই ঘুরে দাঁড়ায়। ম্যাচের ১৭তম মিনিটে সানচোর চমৎকার এক শটে ব্যবধান কমায় দলটি। প্রথমার্ধে VAR চেকের মাধ্যমে চেলসির কাইসেডোর ট্যাকেলে বিতর্ক হলেও শেষপর্যন্ত কোনো সাজার মুখে পড়তে হয়নি তাকে।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ধার বাড়ায় চেলসি। ম্যাচের ৬২তম মিনিটে কাইসেডোকে ফাউল করার কারণে পেনাল্টি পায় তারা। কোল পামার ঠাণ্ডা মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৭৩তম মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শটে চেলসি এগিয়ে যায়।
ম্যাচের শেষদিকে সারের একটি অযথা ফাউলের কারণে চেলসি আবার পেনাল্টি পায়, যেখানে পামার দ্বিতীয়বারের মতো পেনাল্টি স্পট থেকে গোল করেন। যদিও ইনজুরি টাইমে সন হিউং মিনের গোলে টটেনহ্যাম ব্যবধান কমায়। তবুও চেলসি জয় ধরে রাখতে সক্ষম হয়।
এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র ৪-এ নামিয়ে এনেছে চেলসি। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচে হারের ফলে টটেনহ্যাম নেমে গেছে পয়েন্ট তালিকার ১১তম স্থানে।