নিউজনেস্ট

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধসহ বার বন্ধের ঘোষণা

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধসহ বার বন্ধের ঘোষণা
থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধসহ বার বন্ধের ঘোষণা। ছবি: সংগৃহীত

থার্টিফার্স্ট নাইট উদযাপন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। ওই রাতে সব বার বন্ধ থাকার ঘোষণাসহ আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি ফোটানো পুরোপুরি নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রম অনেক সময় দুর্ঘটনার কারণ হয় এবং জননিরাপত্তা বিঘ্নিত করে। তাই সবাইকে অনুরোধ করব, এসব বিষয়ে সতর্ক থাকতে।’

তরুণদের অনিয়ন্ত্রিত আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইট উদযাপনে অনেক সময় তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। তারা রাস্তা বা খোলা জায়গায় বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করে, যা জনমনে বিরূপ প্রভাব ফেলে। আমরা চাই, এসব যেন ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকে এবং কেউ রাস্তায় অসুবিধার কারণ না হয়।’

উদযাপন কেন্দ্রিক বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যেকোন বার, যেগুলো সাধারণত খোলা থাকে, সেগুলো থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জনসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের সকলের উচিত নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উদযাপন নিশ্চিত করা। একে অপরের প্রতি সম্মান দেখিয়ে নতুন বছরকে বরণ করা উচিত।’

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত