সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার জাবাল আশ শেইখ অঞ্চলে অভিযান চালানোর ফুটেজ প্রকাশ করেছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিখাই আদরি টেলিগ্রাম প্লাটফর্মে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সিরিয়ার জাবাল আশ শেইখ অঞ্চলে অভিযান চালিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক অবস্থানগুলো সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের লক্ষ্য হলো সিরিয়ার গোলান মালভূমির বাসিন্দা ও ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে না। তবে প্রয়োজন অনুযায়ী সীমান্ত সুরক্ষা ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।’
ইসরায়েলি সংবাদপত্র মাআরিভ এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার গোলান সীমান্তের কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত প্রবেশ করে এবং জাবাল আশ শেইখের সামরিক ঘাঁটি দখল করে।
পত্রিকাটি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী গোলানের দখলকৃত অংশে বসবাসকারীদের সুরক্ষার জন্য একটি বাফার জোন তৈরি করতে চায়। তবে দীর্ঘমেয়াদি দখল নয়, বরং গোলানের দখলকৃত অংশের নিরাপত্তা জোরদার করাই তাদের উদ্দেশ্য।
গত শনিবার রাতে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে জাবাল আল শেইখ দখল এবং সেখানে একটি বাফার জোন তৈরির অনুমোদন দেয়।
সূত্র: আরটি