নিউজনেস্ট

বিএনপির ভারতবিরোধী অবস্থান ক্রমশ জোরালো হচ্ছে

বিএনপির ভারতবিরোধী অবস্থান ক্রমশ জোরালো হচ্ছে
বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

বিএনপির মধ্যে ভারতবিরোধী মনোভাব দিন দিন তীব্র হচ্ছে। দলটির নেতাকর্মীরা মনে করছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য এবং ভূমিকা তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের ইচ্ছাই তাদের জন্য চূড়ান্ত।

সম্প্রতি বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামিকাল বুধবার ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির নেতারা বলছেন, এ কর্মসূচি ভারতের প্রতি সতর্কবার্তা। তাদের দাবি, ভারত যদি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেয়, তবে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়বে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভারতের উচিত বাংলাদেশের জনগণের মনোভাব বোঝা। দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে ভারত টিকবে কীভাবে, তা ভেবে দেখা দরকার। আমাদের পররাষ্ট্রনীতি বন্ধুত্বের, কিন্তু কোন প্রভুত্ব মেনে নেওয়া হবে না।’

বিএনপির অভিযোগ, ভারতের মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। একই সাথে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা এ ঘটনাকে উসকে দিয়েছে।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ও পাকিস্তানের হাইকমিশনারের পৃথক বৈঠককে রাজনৈতিক পর্যবেক্ষকগণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশেষ মেরুকরণের ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত বিএনপির তিন সংগঠন লংমার্চ করবে। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে। এ অবস্থায় বিএনপি তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’

বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোন আপস করবে না। ভারতের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে দলটি জানিয়েছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত