ভারতের বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং দক্ষিণ গোয়ার একটি জনসভায় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়েছেন! বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত ওই সভায় তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৫ মিনিটের জন্য সীমান্ত খুলে দিন, আমরা বাংলাদেশকে অলক্লিয়ার করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করব!’
গত রোববার ৮ই ডিসেম্বর আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা সিং বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে যাবে, তারা একই পরিণতির শিকার হবে।’ এ সময় তিনি একটি তলোয়ার প্রদর্শন করে বলেন, এটি প্রতিটি হিন্দুর ঘরে থাকা উচিত।
হায়দ্রাবাদের গোশামহল কেন্দ্রের এই বিধায়ক আরও দাবি করেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা কমছে এবং মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘হিন্দুরা যদি পরিবার পরিকল্পনায় পরিবর্তন না আনে, তবে তাদের ভবিষ্যৎ পাকিস্তানের সংখ্যালঘুদের মতো হতে পারে।’
টি রাজা সিং মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং লাভ জিহাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবার একত্রিত হওয়ার আহ্বান জানান।
বিরোধী দল কংগ্রেস এই বক্তৃতার তীব্র নিন্দা জানিয়ে রাজা সিংয়ের গোয়া সফর বাতিলের দাবি করেছে। কংগ্রেসের মতে, তার মন্তব্য গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে পারে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস